রেসিডেন্স কার্ড (পতাকা) নবায়নের বিলম্ব ফি অর্থাৎ জরিমানা মওকুফ করার ঘোষণা দিয়েছে ওমান সরকার। আজ বুধবার (৬ এপ্রিল) থেকে এই নতুন সিদ্ধান্তটি কার্যকর করা হয়েছে বলে এক প্রজ্ঞাপনে জানিয়েছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)।
মঙ্গলবার (৫-এপ্রিল) পুলিশের প্রজ্ঞাপনে বলা হয়, “মহামান্য সুলতানের নির্দেশ বাস্তবায়নে দেশটির সকল প্রতিষ্ঠান ও ব্যক্তিদের আবাসন বা রেসিডেন্স কার্ডের নবায়ন ফি জরিমানা মওকুফ করা হয়েছে। ৬ এপ্রিল থেকে এই নতুন সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে এবং এটি চলমান থাকবে চলতি বছরের পহেলা সেপ্টেম্বর নাগাদ।
জরিমানা মওকুফের ঘোষণা দিলেও এই সুবিধা কারা পাবেন তা নিয়ে সংশয় দেখা দিয়েছে ওমান প্রবাসীদের মাঝে। সর্বশেষ কত তারিখের মধ্যে পতাকার মেয়াদ শেষ হলে এই সুবিধা পাওয়া যাবে তার কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি এখনো।
এমতাবস্থায় এক বছর বা তার অধিক সময় যাবত যেসব প্রবাসীদের রেসিডেন্স কার্ডের মেয়াদ নেই, তারাও এই সুযোগটি পাবেন কিনা এটা নিশ্চিত হওয়া যায়নি। তবে খোঁজ নিয়ে জানাগেছে, ওমানের আউটপাশের সময়সীমা শেষ হওয়ার পর যাদের রেসিডেন্স কার্ড বা পতাকার মেয়াদ শেষ হয়েছে, তারা বর্তমানে ওমান সরকার ঘোষিত এই সুবিধা নিতে পারবেন। তবে সঠিক তথ্যের জন্য প্রবাসীদেরকে নিকটস্থ সানাদ অফিস অথবা ইমিগ্রেশন অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।
আরো পড়ুন:
ওমানে বাড়লো প্রবাসীদের ওয়ার্ক পারমিটের মেয়াদ
ওমানে মর্মান্তিক পাহাড়ধসে আরো এক প্রবাসীর মরদেহ উদ্ধার
তুরস্কের হায়া সোফিয়ায় ৮৮ বছরে প্রথম তারাবি হতে চলেছে
হিজাব ইস্যুতে মেয়েদের টার্গেট করা হচ্ছে: মিস ইউনিভার্স
প্রবাসীদের মাঝে সহজ শর্তে ঋণ দেওয়া শুরু
২ নারী সহ গ্রেফতার বোতল চৌধুরী
রমজানে ওমানের বাংলাদেশ দূতাবাসে নতুন অফিস সূচি
ওমানে পাথর ধ্বসের পর এবার মাটিধসে এক প্রবাসী নিহত