বিশ্বের দরবারে মুসলিম দেশ হিসেবে বাংলাদেশের নামটি বার বার উজ্জ্বল হয়ে উঠে হাফেজদের কারণে, দুবাইয়ে ২৫তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় হাফেজ তাওহিদুল ইসলাম ১০তম স্থান অর্জন করেছেন। এর ফলে বাংলাদেশের ধারাবাহিক সাফল্যের আরও একটি পালক যুক্ত করেছেন এই কোরআনের হাফেজ। ৭০ দেশের প্রতিযোগী এবারের আসরে অংশ নেন। এতে প্রথম হয়েছেন আলজেরিয়ার প্রতিযোগী আবু বকর।

দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশির সাফল্য
(১৫ এপ্রিল) শুক্রবার দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ মনসুর বিন মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম আজ রাতে দুবাইয়ের কালচারাল অ্যান্ড সায়েন্টিফিক অ্যাসোসিয়েশন হলরুমে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে স্মারক ও সনদপত্র তুলে দেন।
এছারাও সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম তাওহিদুল সহ অন্যান্য প্রতিযোগীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। একই সঙ্গে তিনি কোরআন তেলাওয়াতের জন্য তাদের প্রশংসা করেন।

দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশির সাফল্য
বাংলাদেশকে শক্তিশালী অংশগ্রহণকারী দেশ হিসেবে উল্লেখ করে আয়োজক কমিটির সদস্য খালেদ আল জাহিদ বলেন, বাংলাদেশের প্রতিযোগীরা বরাবরই এই প্রতিযোগিতায় শক্তিশালী প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করছে, যারা বিজয়ী হয়েছেন সবাইকে ধন্যবাদ।
তাওহিদুল ইসলামের শিক্ষক হাফেজ ক্বারী নেছার আহমাদ বলেন, অন্যান্যদের চেয়ে তেলাওয়াতের দিক দিয়ে বাংলাদেশের হাফেজরা এগিয়ে। তাদের ভাষাগত জ্ঞান ও উচ্চারণ শৈলী যে কাউকে মুগ্ধ করে। এই ধারাবাহিকতা বজায় রাখতে প্রয়োজন সময়োপযোগী আর মানসম্মত প্রাতিষ্ঠানিক শিক্ষা, পরিচর্যা ও সরকারি পৃষ্ঠপোষকতা।

দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশির সাফল্য
উল্লেখ্য, প্রতিযোগী হাফেজ তাওহিদুল ইসলাম ওবাইদুল্লাহ ঢাকার মারকাজুল তাহফিজ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার ছাত্র। সে ২০০৮ সালে হিফজুল কোরআন ও ২০১০ সালে রিভিও শেষ করেন।
আরো পড়ুন:
পবিত্র কোরআন শরীফ কীভাবে ছাপা হয়?
সবাই আমার স্ত্রীকে চোরের বউ বলে আমাকে জামিন দেন
পাসপোর্ট অফিসে কোটি টাকার ঘুষ বাণিজ্য, অনুসন্ধানে দুদক
প্রবাসী বন্ডে কমছে মুনাফার হার
হিজাব ইস্যুতে মেয়েদের টার্গেট করা হচ্ছে: মিস ইউনিভার্স
প্রবাসীদের মাঝে সহজ শর্তে ঋণ দেওয়া শুরু