সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিদ্দিক মিয়া (৩৫) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার (০৬ মে) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত ২৮ এপ্রিল মক্কায় সড়ক দুর্ঘটনায় আহত হন তিনি।
সিদ্দিক কিশোরগঞ্জের পাকুন্দিয়ার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের কুমরী বড়বাড়ী গ্রামের হাইছু মিয়ার ছেলে। তিনি সৌদি আরবের মক্কা নগরী ইশারা ছিত্তিনে একটি কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করতেন।
সিদ্দিক মিয়ার পরিবার সূত্রে জানা গেছে, কোম্পানির কাজে যাওয়ার সময় গত ২৮ এপ্রিল সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয় সিদ্দিক। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করালে শুক্রবার (৬ মে) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সিদ্দিক মিয়া দুই ছেলে সন্তানের জনক। বেশ কয়েক বছর ধরে তিনি প্রবাসে আছেন। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক জুটন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:
পবিত্র কোরআন শরীফ কীভাবে ছাপা হয়?
সবাই আমার স্ত্রীকে চোরের বউ বলে আমাকে জামিন দেন
পাসপোর্ট অফিসে কোটি টাকার ঘুষ বাণিজ্য, অনুসন্ধানে দুদক
প্রবাসী বন্ডে কমছে মুনাফার হার
স্বামীকে ফিল্মিস্টাইলে অপহরণ করলেন স্ত্রী
প্রবাসীদের মাঝে সহজ শর্তে ঋণ দেওয়া শুরু