শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে সংযুক্ত আরব আমিরাতের পরবর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেছে দেশটির সু্প্রিম কাউন্সিল। আজ শনিবার (১৪ মে) আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত নেয় আরব আমিরাতের আইন প্রণয়নকারী সংগঠনটি।
৬১ বছর বয়সী শেখ মোহাম্মদ বিন জায়েদ দেশটির তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তিনি প্রয়াত প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের সৎভাই। ২০১৪ সালে শেখ খলিফা বিন জায়েদ অসুস্থ হওয়ার পর থেকে রাষ্ট্রীয় দায়িত্ব অনেকটাই নিজের কাঁধে তুলে নেন তিনি।
কর্মজীবনে তিনি ২০০৫ সালে আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর সু্প্রিম কমান্ডার হিসেবে নিয়োজিত ছিলেন। তার নেতৃত্বে আরব আমিরাতের সেনাবাহিনী মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী বাহিনীর খেতাব অর্জন করে।
আরো পড়ুন:
হজযাত্রী নিবন্ধন শুরু ১৬ মে, চলবে তিনদিন
পাসপোর্ট অফিসে কোটি টাকার ঘুষ বাণিজ্য, অনুসন্ধানে দুদক
প্রবাসী বন্ডে কমছে মুনাফার হার
ডা. মুরাদের মাথার ওপর ভেঙে পড়ল সিলিং ফ্যান