ওমানে গত এপ্রিল মাসে গড়ে প্রতি ঘন্টায় সাত শিশুর জন্ম হয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো ন্যাশনাল সেন্টার ফর স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইনফরমেশন (এনসিএসআই)।
চলতি বছরের এপ্রিল মাসে জন্মানো শিশুর সংখ্যার হিসেবে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। পরিসংখ্যানে জানানো হয়েছে, চলতি এপ্রিল মাসে ওমানে মোট শিশু জন্মের পরিমাণ ৫ হাজার ৫৭ জন। যা গত কয়েক বছরের মধ্যে শিশু জন্মের সংখ্যা হিসেবে সবচেয়ে বেশি।
দেশটিতে প্রতিদিন গড়ে ১৬৯ জন শিশু জন্ম গ্রহণ করেছেন। সেই হিসেবে ঘন্টা প্রতি ৭টি শিশুর জন্ম হয়েছে বলে জানিয়েছে ওমান সরকারের এই প্রতিষ্ঠান।
আরো পড়ুন:
সবাই আমার স্ত্রীকে চোরের বউ বলে আমাকে জামিন দেন
পাসপোর্ট অফিসে কোটি টাকার ঘুষ বাণিজ্য, অনুসন্ধানে দুদক
প্রবাসী বন্ডে কমছে মুনাফার হার
করোনা মোকাবিলায় ওমানের চেয়েও এগিয়ে বাংলাদেশ
প্রবাস টাইম সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।