ওমানে নৌকা ডুবে ২ প্রবাসীর মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার দেশটির জাতীয় গণমাধ্যম জানিয়েছে, ওমানের ধোফার প্রদেশের তাগা নামক সমুদ্র উপকূলে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই এশিয়ান নাগরিক বলে জানিয়েছে সংবাদ মাধ্যম। তবে তারা কোন দেশের নাগরিক তা জানা যায়নি।
এক বিবৃতিতে দেশটির সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ (সিডিএএ) জানিয়েছে, ওমান সাগরে একটি কাঠের নৌকা ডুবে ঘটনাস্থলেই দুইজন মারা যান এবং আহত হয়েছেন আরও তিনজন। কর্তৃপক্ষ আরো জানিয়েছে, দশজন এশিয়ান নাগরিক সহ সমুদ্রে একটি নৌকা ডুবে গেছে এমন খবর পাওয়ার সাথেসাথেই উদ্ধার অভিযানে যায় ধোফার প্রদেশের সিভিল ডিফেন্স এবং অ্যাম্বুলেন্স টিম। এসময় ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয় এবং আহতদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরো পড়ুন:
তিন কোটি টাকার স্বর্ণসহ বিমানের কেবিন ক্রু আটক
ওমানে বাড়ছে মুদ্রাস্ফীতি, সবচেয়ে বেশি দাম বেড়েছে খাদ্যপণ্যে
ঢাকা বিমানবন্দরে ছুঁড়ে ফেলা হয় লাগেজ
রাষ্ট্রদূত আবু জাফরের মায়ের মৃত্যুতে আমিরাত প্রেসক্লাবের শোক প্রকাশ
মাসে লক্ষাধিক বাংলাদেশি কর্মীকে ভিসা দিচ্ছে সৌদি আরব