যে ৫টি দেশর নেই নিজস্ব কোনও বিমানবন্দর


আকাশপথে ভ্রমণ উপভোগ করতে কে না চায়। অল্প সময়ে অধিক দূরত্বের গন্তব্যে পৌঁছানোর একমাত্র বাহন বিমান। এক দেশ থেকে আরেকদেশ যেতে সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হচ্ছে বিমান। আর এই বাহনে চেপে গন্তব্যে পৌঁছানোর একমাত্র উপায় বিমানবন্দর। তবে, আধুনিক বিশ্বে এমন কিছু দেশ আছে, যেখানে আজও কোনো বিমানবন্দর নেই! আধুনিক বিশ্ব বিমান পরিষেবা ছাড়া মূলত অচল বলা যায়। সেসব দেশের মধ্যে পাঁচটি দেশের কথা আজ আমরা জানাব। প্রথমে জানতে পারবেন সান মারিনোর কথা। এ দেশটি বিশ্বের পঞ্চম ক্ষুদ্রতম দেশ। ইতালির ফেদেরিকো ফেলিনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সান মারিনোর দূরত্ব মাত্র ২১ কিলোমিটার। তাই এ বিমানবন্দর থেকে সড়কপথে ঘণ্টাখানেকের মধ্যেই পৌঁছে যাওয়া যায় সান মারিনোতে।


ভ্যাটিকান সিটি। যেখানে পোপের আবাসস্থল। ভ্যাটিকান সিটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম দেশ। কিন্তু দেশটির যে নিজস্ব বিমানবন্দর নেই, সে কথা অজানা অনেকেরই। ভ্যাটিকান সিটি কার্যত রোমের ভিতরেই অবস্থিত। তাই এখানে পৌঁছনোর সহজতম উপায় রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি-ফ্লুমিসিনো বিমানবন্দর। এ বিমানবন্দর থেকে ভ্যাটিকানের দূরত্ব সড়কপথে মাত্র ৩০ কিলোমিটার।

মোনাকো পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ। এ দেশটির তিন দিকে রয়েছে ফ্রান্সের সীমান্ত। নিকটতম বিমানবন্দর ফ্রান্সের নিস শহরে অবস্থিত কোট ডা জিউ। সড়ক ও নদীপথে সেখান থেকে যাওয়া যায় মোনাকোতে। সময় লাগে আধা ঘণ্টা।

লিকটনস্টাইন অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটনের জন্য পরিচিত। তবু এ ছোট্ট দেশের নিজস্ব কোনো বিমানবন্দর নেই। কাছাকাছি বিমানবন্দর বলতে পাশের দেশ সুইজারল্যান্ডের সেন্ট গ্যালেন অল্টানরাইন বিমানবন্দর। সেখান থেকে নদী কিংবা সড়কপথে চলে যাওয়া যায় লিকটনস্টাইনে। রয়েছে রেলপথও। অ্যান্ডোরা হচ্ছে এমন একটি দেশ যার সীমানা স্পেন ও ফ্রান্সের মধ্যে। ট্র্যাকিং ও হাইকিংয়ের জন্য বহু পর্যটক প্রতি বছর এখানে আসেন। অ্যান্ডোরার রাজধানী ভেল্লা গোটা ইউরোপের সর্বোচ্চ রাজধানী। অ্যান্ডোরার নিজস্ব কোনো বিমানবন্দর না থাকলেও তিন ঘণ্টা দূরত্বে রয়েছে স্পেন ও ফ্রান্সের পাঁচ-পাঁচটি বিমানবন্দর।
আরো পড়ুন:
সম্পদের লোভে নিজের মা’কে মারলেন ওমান প্রবাসী
ওমানে নিখোঁজ ব্যক্তির সন্ধানে ৫ হাজার রিয়াল পুরষ্কার ঘোষণা
ওমানের ইবরিতে গাড়ি দুর্ঘটনায় এক বাংলাদেশি প্রবাসী নিহত
বিমানের ৫ কর্মকর্তাকে গ্রেপ্তার
দালালদের খপ্পরে পড়ে অপহরণের শিকার বাংলাদেশিরা
