সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১৭ হাজার অবৈধ প্রবাসী গ্রেফতার


সৌদি আরবে এক সপ্তাহের মধ্যে দেশটির বিভিন্ন অঞ্চলে বসবাস, শ্রম আইন ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী প্রায় ১৬ হাজার ৫৮৩ জনকে গ্রেফতার করা হয়েছে। সৌদি গেজেটের এক প্রতিবেদনে একথা বলা হয়। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, ২৭ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সপ্তাহজুড়ে নিরাপত্তা বাহিনীর বিভিন্ন ইউনিটের যৌথ ফিল্ড ক্যাম্পেইনের সময় তাদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে ১০ হাজার ৭ জন রেসিডেন্সি আইন লঙ্ঘনকারী, ৪ হাজার ৪০৪ জন সীমান্ত সুরক্ষা বিধি লঙ্ঘনকারী এবং ২ হাজার ১৭২ জন শ্রম আইন লঙ্ঘনকারী ছিল বলে জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
স্থানীয় প্রবাসী সূত্রে জানাগেছে, গ্রেফতারকৃতদের মধ্যে অধিকাংশ প্রবাসী ফ্রি ভিসার ছিলেন। অর্থাৎ এক কোম্পানির ভিসার যেয়ে আরেক কোম্পানিতে কাজ করছিলেন এমন প্রবাসী। তবে এদের মধ্যে কতজন বাংলাদেশি আছেন, তা জানায়নি সৌদি পুলিশ। প্রতিবেদনে বলা হয়, সীমান্ত অতিক্রম করে সৌদি আরব প্রবেশকালে ৩২১ জনকে আটক করা হয়। এদেরমধ্যে ৪৩ শতাংশ ইয়েমেনি, ৫১ শতাংশ ইথিওপিয়ান এবং ৬ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। এছাড়াও ৬৯ জন প্রবাসী সৌদি থেকে অবৈধ পথে সীমান্ত অতিক্রম করার সময় ধরা পড়ে।
সৌদি সরকার জানায়, বর্তমানে দেশটিতে ৫৩ হাজার ৩৬৬ জন লঙ্ঘনকারী বিচারের আওতায় রয়েছে, যাদের মধ্যে ৪৯ হাজার ৪৭৪ জন পুরুষ এবং ৩ হাজার ৮৯২ জন নারী। এরমধ্যে ৯ হাজার ২০৩ জন লঙ্ঘনকারীকে নিজদেশে ফেরত পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর হুশিয়ারি দিয়ে বলছে, কেউ যদি কোনো অনুপ্রবেশকারীকে সৌদি প্রবেশের সুবিধা দেয় বা তাকে পরিবহন বা আশ্রয় বা কোনও সহায়তা বা পরিষেবা দেয়, তাহলে তাকে পরিবহন ও বাসস্থানের উপায়গুলি বাজেয়াপ্ত করার পাশাপাশি ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড এবং সর্বোচ্চ ১ মিলিয়ন রিয়াল জরিমানা করা হবে।
আরো পড়ুন:
সৌদি থেকে বাংলাদেশে এলো প্রবাসী হারুনের ‘লাশের টুকরো’
প্রায় ২০ লাখ পিস ইয়াবাসহ সৌদিতে বাংলাদেশিসহ গ্রেফতার ৯
১৪ লাখ কর্মী নিবে কানাডা, মিলবে স্থায়ীভাবে থাকার সুযোগ
ইত্যাদি পার্টি, মুসকিল লীগ, গরীব পার্টি ইসির নিবন্ধন চায়
প্রবাসে মারা গেলে সরকারিভাবে মরদেহ আনবেন যেভাবে
