দেশের প্রথম মেট্রোরেলে চাকরির সুযোগ পাচ্ছেন প্রবাসীরা


দেশের প্রথম মেট্রোরেলে প্রবাসীদের জন্য চাকরির সুযোগ দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আগ্রহী প্রার্থীরা নিম্নে উল্লেখিত পদের জন্য যোগ্যতা এবং অভিজ্ঞতা অনুযায়ী আবেদন করতে পারবেন।
মেইনটেনার (সিগন্যালিং) পদে ৬ জন। মেইনটেনার (টেলিকমিউনিকেশন/অটোমেটিক ফেয়ার কালেকশন) পদে ৭ জন। মেইনটেনার (প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর) পদে ২ জন। মেইনটেনার (ট্র্যাকশন) পদে ৫ জন। মেইনটেনার (সুপারভাইজারি কন্ট্রোল অ্যান্ড ডেটা অ্যাকুইজিশন) পদে ২ জন।
মেইনটেনার (ইঅ্যান্ডএম) পদে ৪ জন। মেইনটেনার (লিফট) পদে ২ জন। মেইনটেনার (এস্কেলেটর) পদে ২ জন। মেইনটেনার (পি-ওয়ে) পদে ২ জন। মেইনটেনার (সিভিল) পদে ২ জন। মেইনটেনার (রোলিং স্টক) পদে ১০ জন। মেশিন অপারেটর (রোলিং স্টক) পদে ২ জন। ড্রাইভার ক্যাটেনারি মেইনটেন্যান্স ভেহিকেল (সিএমভি) পদে ১ জন। রেল কাম রোড ভেহিকল (আরআরভি-রোলিং স্টক) পদে ১ জন। ক্রেন মাউন্টেড ট্রাক অপারেটর (রোলিং স্টক) পদে ১ জন এবং ফর্ক লিফট অপারেটর (রোলিং স্টক) পদে ২ জন নিয়োগ দিবে সরকারের এই প্রতিষ্ঠান।
আগ্রহীদের ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ওয়েবসাইট থেকে আবেদন ফরমের নমুনা সংগ্রহ করে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসে বা সরাসরি পাঠাতে হবে ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, প্রবাসী কল্যাণ ভবন, লেভেল-১৪, ৭১-৭২ পুরনো এলিফ্যান্ট রোড, ইস্কাটন গার্ডেন, ঢাকা-১০০০ এই ঠিকানায়। আবেদনের শেষ সময়: ৪ ডিসেম্বর ২০২২। এতে বিদেশ থেকেও প্রবাসীরা আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে প্রার্থীকে প্রবাসী হিসেবে প্রমাণপত্রের ফটোকপি অর্থাৎ আপনি যে দেশে আছেন, সেদেশের বৈধ রেসিডেন্স কার্ডের কপি সংশ্লিষ্ট বাংলাদেশ মিশন থেকে সত্যায়িত করে আবেদনের সঙ্গে আবশ্যিকভাবে সংযুক্ত করতে হবে।
দুই শতাধিক অভিবাসনপ্রত্যাশীকে ফেরত পাঠালো
বাংলাদেশিদের জন্য বিশেষ ছাড় দিবে ওমানের বদর
ওমানের হামরিয়ায় পুলিশের অভিযানে দুই শতাধিক প্রবাসী
মাঝ-আকাশে হঠাৎ আগুনের গোলা দেখল ১১টি বিমান
