সৌদি গোলরক্ষককে ফ্ল্যাট উপহার দিতে চান চট্টগ্রামের সাবেক মেয়র

শক্তিশালী আর্জেন্টিনাকে হারানোয় গুরুত্বপূর্ণ অবদান রাখায় সৌদি আরবের গোলরক্ষক মোহাম্মদ আল ওয়াইসিকে বাংলাদেশে ফ্ল্যাট দেয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের সাবেক সিটি মেয়র এম মনজুর আলম। বুধবার (২৩ নভেম্বর) সকালে মোস্তফা হাকিম ভবনে সৌদি আরবের জয়ে শোকরানা জানাতে গিয়ে দোয়া মাহফিলে এ ঘোষণা দেন তিনি। এ সময় সাবেক এই সিটি মেয়র বলেন, সৌদি গোলরক্ষক মোহাম্মদ আল ওয়াইসিকে আমরা সংবর্ধনা জানাতে চাই। আলহাজ্ব মোস্তফা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে বাংলাদেশে একটি ফ্ল্যাট দিতে চাই। বাংলাদেশ সরকারের অনুমোদনক্রমেই এই কাজটি আমরা করতে চাই। তিনি বলেন, সৌদি দূতাবাসের মাধ্যমে আমরা আল ওয়াইসিকে ফ্ল্যাট দেয়ার আবেদন করব। অনুমতি মিললে আমরা একটি অনুষ্ঠান করে ফ্ল্যাটটি হস্তান্তর ও সংবর্ধনা দিতে চাই। এ সময় মনজুর আলম আরও বলেন, গোলরক্ষক প্রাচীরের মতো দাঁড়িয়ে থেকে এতগুলো গোল বাঁচানোয় সৌদি আরব আর্জেন্টিনার বিপক্ষে জয় পেয়েছে।
আরও পড়ুন:
মাস্কাটে ভারী বৃষ্টিপাতের পুর্বাভাষ, সবাইকে
জাতীয় দিবসের ছুটিতে ওমানে পর্যটকের আনাগোনা
টিভি, গাড়ি না কিনে টাকা জমানোর পরামর্শ
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৬ কোটি ডলার
আরও দেখুন https://www.youtube.com/watch?v=IIL3Se8Nv4U