ওমানের সুলতান কাবুস স্ট্রিটে ভয়াবহ দুর্ঘটনা
নভেম্বর ২৪, ২০২০ | ৬:২৭ অপরাহ্ণ
আন্তর্জাতিক ডেস্কঃ , প্রবাস টাইম

আজ সকালে ওমানের সুলতান কাবুস হাইওয়ে সড়কে একমারাত্মক দুর্ঘটনা ঘটে। এতে কাবুস স্ট্রিটে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। দীর্ঘক্ষণ বন্ধ থাকে সকল ধরণের যানবাহন চলাচল। বিষয়টি নিশ্চিত করেছে ওমানের রয়্যাল ওমান পুলিশ আরওপি। দুর্ঘটনার কারণে সৃষ্ট যানজট থেকে রক্ষা পেতে সবাইকে বিকল্প সড়ক ব্যবহার করতে অনুরোধ জানায় আরওপি। এই দুর্ঘটনায় কতজন নিহত বা আহত হয়েছে তা জানায়নি আরওপি। তবে এতে কোনো বাংলাদেশী প্রবাসীর ক্ষয়ক্ষতি হয়নি এমনটি জানিয়েছেন স্থানীয় প্রবাসীরা।